হাজার বছরের মধ্যে পৃথিবী থেকে মানুষ হারিয়ে যাবে!

আগামী এক হাজার বছরেরও কম সময়ের মধ্যে পৃথিবী থেকে মানব প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে বলে আশংকা জানিয়েছেন বিজ্ঞানী স্টিফেন হকিং।

তবে খ্যাতিমান এ পদার্থ বিজ্ঞানী মনে করেন,পৃথিবীর পরিবর্তে অন্য কোনও গ্রহে নিবাস গড়ে তুলতে পারলে মানুষের টিকে থাকার সুযোগ রয়েছে।

অক্সফোর্ড ইউনিয়নে দেয়া এক বক্তব্যে পৃথিবী থেকে মানুষের হারিয়ে যাওয়ার বিষয়ে কথা বলেন স্টিফেন হকিং। খবর মিররের।

বিখ্যাত বিগব্যাং থিওরির জনক ৭৪ বছর বয়সী এ বিজ্ঞানীর মতে, পৃথিবী থেকে মানুষ হারিয়ে যাবে মূলতঃ গণবিলুপ্তির কারণে।

হকিং বলেন, ভবিষ্যত মানবতার স্বার্থে মানুষকে মহাশূন্যে যাওয়া অব্যাহত রাখতে হবে। আমি মনে করি না যে ভঙ্গুর এ পৃথিবী থেকে পালাতে না পারলে আমরা আরও এক হাজার বছর টিকে থাকতে পারব।

এর আগে হকিং সতর্ক করে বলেছিলেন পারমাণবিক যু্দ্ধ, কৃত্রিমভাবে তৈরি জেনিটিক্যাল ভাইরাস এবং বৈশ্বিক উষ্ণতার কারণে মানুষের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে।

তবে অক্সফোর্ড ইউনিয়নে দেয়া বক্তব্যে ভবিষ্যত পৃথিবী সম্পর্কে নতুন কিছু সতর্কতার কথা জানান হকিং।

তিনি বলেন, ভবিষ্যতে আমরা চালকবিহীন গাড়িসহ এমন একটা রোবট নিয়ন্ত্রিত বিশ্ব দেখব, যেখানে আমাদের সন্তানেরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়বে।



মন্তব্য চালু নেই