হাজীগঞ্জের মৈশামুড়া গীতা স্কুলের পুরুস্কার বিতরন

চাঁদপুর প্রতিনিধি: শুক্রবার হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া চৌধুরী বাড়িতে কৃষ্ণ সারথী ফোরাম চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মৈশামুড়া সর্বজনীন গীতা স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সনাতন ধর্মের জ্ঞানের উপরে প্রতিযোগীতার আয়োজন করা হয়। কৃষ্ণ সারথী ফোরাম চাঁদপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়ক ক্লিনটন তালুকদার এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানের সভাপত্বি করেন মৈশামুড়া প্রাথামিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক যোগেশ চন্দ্র দাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষ্ণ সারথী ফোরাম চাঁদপুর জেলা শাখার সমন্বয়ক সাংবাদিক সুজন দাস, মৈশামুড়া চৌধুরী বাড়ী হরিসভা কমিটির সভাপতি কানু লাল সরকার, সহ সভাপতি প্রহলাদ চৌধুরী, সাধারণ সম্পাদক রনজিৎ চৌধুরী, কোষাধ্যক্ষ শুকুদেব সরকার, এ ছাড়াও উপস্থিত ছিলেন দুলাল সরকার, রাধা শীল, উদ্দপ সরকার, প্রাণ বল্লব চৌধুরী, রেমা সরকার, গিরেন্ড সরকার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সবার উদ্দেশ্যে ধর্মীয় জ্ঞান ও গীতা চর্চা এবং গীতা পাঠের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বক্তারা বলেন ধর্ম প্রচারে উৎসাহিত করে, এই স্কুলে সাপ্তাহিক ধর্মীয় আলোচনা ও গীতার উপদেশ জীবন দশায় কাজে লাগানো এবং প্রাত্যহিক গীতা পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। এ স্কুলে ছোট থেকে ধর্মীয় নৈতিক শিক্ষা দানে কাজ করছে। অনুষ্ঠানটি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৈশামুড়া সনাতন ধর্মের ছোট থেকে বড় সকল বয়সের ভক্তরা এই গীতার স্কুলে উপস্থিত ছিলেন। এই সময় স্কুল পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন কানল বালা, নকুল সরকার, হৃদয় সরকার, তৃষ্ণা সরকার, সবুজ সরকার, ঝুটন সরকার, শ্রাবনী, প্রিংয়াকা। অনুষ্ঠানের সভাপতি নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার হিসেবে গীতা প্রদান করেন। একই দিন উৎসবে সমাপ্তিতে দেশ ও জাতীর জন্য প্রার্থনা ও মধ্যাহ্নে মহাপ্রভূর ভোগরাগ অন্তে মাহাপ্রসাদ বিতরণ করা হয়।



মন্তব্য চালু নেই