হাটখোলা সীমান্ত থেকে এক বাংলাদেশকে ধরে নিয়ে গেছে বিএসএফ

হিলি’র পার্শ্ববর্তী জয়পুরহাটের হাটখোলা সীমান্ত থেকে এক বাংলাদেশকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। ওই বাংলাদেশীর নাম ফরিদ মিয়া (২৫) বলে জানা গেছে। এর সত্যতা স্বীকার করেছেন, বর্ডার গার্ড-বাংলাদেশ- ৩ ব্যাটালিয়ন জয়পুরহাটের অধিনায়ক লেঃ কর্ণেল খবীর সরকার।

তিনি জানিয়েঠেন, বিএসএফ’র হাটে আটককৃত বাংলাদেশী ফরিদ মিয়া একজন চোরাকারবারী। সীমান্ত পিলার ২৮১/৪০ এর কাছে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ওই বাংলাদেশীকে ভারতীয় ৭৫ ব্যাটালিয়নের সিদাই ক্যাম্পের বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যায়।

আমরা এ বিয়য়ে বিএসএফ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। বিকেলে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকেই বাংলাদেশী ওই যুবককে ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।



মন্তব্য চালু নেই