হাতিয়ায় গুলিবিদ্ধ কেন্দ্রীয় যুবলীগ নেতা আশরাফ মারা গেছে

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ কেন্দ্রীয় যুবলীগ নেতা আশরাফ উদ্দিন ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। রোববার সন্ধ্যায় সাড়ে ৬টায় তিনি মারা যান। নিহত আশরাফ উদ্দিন হাতিয়া উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান মৃত জিয়াউল হক তালুক মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি চরকিং ইউনিয়নে। নিহত আশরাফের বড় ভাই হাতিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সাইফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। হাতিয়া থানার ওসি আবদুল মজিদ জানান, বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, গত ৩০ মার্চ দলীয় আভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে আফাজিয়া বাজারে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আশরাফ উদ্দিন সহ দুই জন গুলিবিদ্ধ হয়।



মন্তব্য চালু নেই