হাথুরুর সঙ্গে মিলেই কাজ করতে চান ওয়ালশ

তার সঙ্গে হাথুরুর একটা সুক্ষ্ম মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দেখা দিতে পারে। তার চেয়ে অনেক বড় ও উজ্জ্বল তারকা তার পেস বোলিং কোচ। যার নামের পাশে রয়েছে ৫১৯টি টেস্ট উইকেট। শুধু ক্যারিবীয় ক্রিকেটের নয়, কোর্টনি ওয়ালশ বিশ্ব ক্রিকেটের এক জীবন্ত কিংবদন্তী।

‘তার পাশে আমি অতি নগন্য’- এমন হীনমন্যতাবোধে ভুগতে পারেন চন্ডিকা হাথুরুসিংহে। তা থেকে একটা মনস্তাত্বিক দূরত্ব সৃষ্টি হলেও হতে পারে- কারো কারো মনে যখন এমন সংশয়-সন্দেহ, তখন আপনা থেকে এগিয়ে এলেন কোর্টনি ওয়ালশ।

জানিয়ে ও বুঝিয়ে দিলেন, কোনোরকম নেতিবাচক চিন্তা ভাবনার কিছুই নেই। এখন থেকে হেড কোচ হাথুরুসিংহের সঙ্গে হাতে হাত আর কাঁধে কাঁধ মিলিয়ে পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটের উন্নতিতে কাজ করবো আমি।

বাংলাদেশে পা রেখে মিডিয়ার সামনে প্রথম উপস্থিতিতে ওয়ালশ সোজা জানিয়ে দিলেন, ‘আমার সামর্থ্যে যতটা কুলাবে, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন ও অগ্রগতিতে ততটাই অবদান রাখার চেষ্টা করবো। সে লক্ষ্য নিয়েই আমি গত রাতে এদেশে পা রেখেছি। সে কাজে আমার সঙ্গী থাকবেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আশা করছি আমরা দুজনে মিলে বাংলাদেশকে আরও সাফল্য উপহার দিতে পারবো।’



মন্তব্য চালু নেই