হারানো গণতন্ত্র উদ্ধারই বিএনপির চ্যালেঞ্জ

নতুন বছরে বর্তমান ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে হারানো গণতন্ত্র উদ্ধার করাই বিএনপির চ্যালেঞ্জ বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ জন্য তিনি গণতন্ত্র ফিরিয়ে আনার শপথ নিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।

জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১ জানুয়ারি) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ আহ্বান জানান।

ফখরুল বলেন, ‘দেশ থেকে গণতন্ত্র উধাও হয়ে গেছে। একদলীয় শাসনে জনগণ অতিষ্ঠ। তারা মুক্তি চাইছে। আর নতুন বছরে এই ফ্যাসিবাদকে পরাজিত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে শপথ নিতে হবে।’

ছাত্রদলের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথাও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

এ সময় অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই