হারের পর যা বললেন মাশরাফি

সূচি অনুযায়ী চলতি বছরের বাকি সময়ে আর আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের। সে হিসেবে বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচটি পরাজয়ের মধ্য দিয়েই শেষ হলো। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেওয়ার পর প্রথম টি-টোয়েন্টি ম্যাচটিও জিতে নেয় বাংলাদেশ। কিন্তু রোববার শেষ টি-টোয়েন্টি ম্যাচে হেরে যায় মাশরাফি বাহিনী। বাংলাদেশের করা ১৩৫ রান ১ বল হাতে রেখেই টপকে যায় সফরকারীরা। এর মধ্য দিয়ে অন্তত একটি জয় নিয়ে দেশে ফিরেতে যাচ্ছে জিম্বাবুয়ে। আর বাংলাদেশ তাদের বছর শেষ করতে যাচ্ছে একটি হার দিয়ে। তবে এমন হারে হতাশ নন বাংলাদেশের দলপতি মাশরাফি। তিনি জয়ের ধারা আগামীবছরও ধরে রাখতে চান।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘ব্যাট করার জন্য উইকেটটা খুব খারাপ ছিল না। তবে আমরা পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারিনি। বোলাররা খুব ভালো বল করেছে। কিন্তু ১৩৫ রান যথেষ্ট ছিল না। আসলে আমরা খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলি না। তবে আশা করছি বিপিএলে খেলার মাধ্যমে নিজেদের ভালো একটি ফর্ম তৈরি করতে পারব। এবং সেটা এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগাতে পারব।’

সতীর্থদের প্রশংসা করে মাশরাফি বলেন, ‘তামিম ইমরুল সূচনাটা ভালো করেছে। তবে বেশি বেশি শট খেলতে গিয়ে আমরা আউট হয়েছি। জুটি না গড়ে বেশি শট খেলার প্রবণতা ছিল আমাদের মধ্যে। যদিও লড়াই করার জন্য ১৩৫ রান যথেষ্ট ছিল না। তারপরও আজ আমাদের বোলাররা খুব ভালো বল করেছে। বিশেষ করে আল-আমিন। মুস্তাফিজ আরো একবার নিজেকে প্রমাণ করেছে। আশা করছি আগামী বছরও আমরা আমাদের জয়ের ধারা অব্যাহত রাখতে পারব।’



মন্তব্য চালু নেই