হারের পর যা বললেন মাশরাফি

পাকিস্তানের বোলিং অ্যাটাক ঐতিহ্যগতভাবেই শক্তিশালী।

সম্প্রতি তাদের বোলিং বিভাগে নতুন মাত্রা যোগ করেছেন নিষেধাজ্ঞা কাটিয়ে আসা মোহাম্মাদ আমির।

বাংলাদেশের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে ২০২ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় শহীদ আফ্রিদির দল। জবাবে তাদের শক্তিশালী বোলিং মোকাবেলা করে ওই রানপাহাড় তাড়া করাটা কঠিন ছিল বলে দাবি করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশ হারের পর মাশরাফি বলেন, ‘পাকিস্তান বোলিং অ্যাটাকের বিপরীতে দুইশত রানেই টার্গের বরাবরই কঠিন। আমাদের ছয় ওভারের পরই সেটা অসম্ভব হয়ে পড়ে। সাকিব আজ ভালো ব্যাটিং করেছে এবং আমরা ১৫০ রান করতে পেরেছি। তাই এক দিক থেকে এটাও খারাপ কিছু নয়।’

অন্যদিনের মতো আজ আশানুরূপ ভালো করতে পারেননি বাংলাদেশের বোলাররা। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমাদের আরও ভালো বোলিং করতে হবে। আমরা আজ ভালো করতে পারিনি। অন্যদিকে প্রথম ছয় ওভারে ব্যাট হাতেও আমরা ততটা ভালো স্কোর গড়তে পারিনি। আপনি অনুশীলন করার খুব বেশি সুযোগ পাবেন না। তাই মানসিকভাবে আপনাকে শক্তিশালী থাকতে হবে। পরবর্তী ম্যাচে ব্যাঙ্গালুরুর ফ্ল্যাড উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং করাটা কঠিন হতে পারে। তাই বোলিং নিয়েই আমরা মূল পরিকল্পনা সাজাচ্ছি। মুস্তাফিজ সুস্থ হয়ে উঠছে। আশা করছি ওই ম্যাচে আমরা তাকে ফিরে পাবো।’



মন্তব্য চালু নেই