হার্ডডিস্কে তথ্য সুরক্ষিত থাকবে ১০০ কোটি বছর

৫ ডি প্রযুক্তির সহায়তায় হার্ডডিস্কে তথ্য সুরক্ষিত থাকবে ১০০ কোটি বছরেরও বেশি। এমন একটি পদ্ধতি উদ্ভাবন করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা মঙ্গল বার এই তাক লাগানো উদ্ভাবনের কথা ফলাও করে প্রচার করেছেন।

গবেষকরা জানান, তারা এমন প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার সাহায্যে যেকোনো তথ্য ৫ ডি প্রযুক্তিতে হার্ডডিস্কে ১০০ কোটি বছর সংরক্ষণ
করে রাখতে পারবেন।

এই পদ্ধতিতে তথ্য সংরক্ষণের জন্য ফেমটোসেকেন্ড লেজার বাস্টের সাহায্যে থার্মাল স্টাবল ডিস্ক ব্যবহার করা হয়েছে। এই ডিস্কে
গড়পড়তায় ৩৬০ টেরাবাইট তথ্য সংরক্ষণ করা যাবে। এই ডিস্কের তাপ ধারণ ক্ষমতা ১০০০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রায় এই
ডিস্কে সংরক্ষিত তথ্য ১৩.৮ বিলিয়ন বছর পর্যন্ত সুরক্ষিত থাকবে।

এই ডিস্কের ফাইল আছে তিন পরতের ন্যানো স্কেল ডটস। ডটগুলোতে ৫ ডিতে তথ্য সংরক্ষণ করে রাখা যায়।



মন্তব্য চালু নেই