হায়দরাবাদে বিপ্লব ঘটিয়েছেন মুস্তাফিজ : মুরালি

চলতি আইপিএল আসরে চমক উপহার দেওয়া বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের প্রশংসা এখন সর্বত্র।

প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেটবোদ্ধা, সমর্থক এমনকি একনেকের সভায় এই কাটার মাস্টারের প্রশংসা করে থাকেন বাংলাদেশের প্রধানমন্ত্রীও। এবার এই বিস্ময় বালকের পারফরম্যান্সে মুগ্ধ হওয়ার কথা জানালেন হায়দরাবাদের মেন্টর মুত্তিয়া মুরালিধরন।

দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মুস্তাফিজ-বন্দনা করে লঙ্কান ক্রিকেট গ্রেট মুরালি বলেন, ‘হায়দরাবাদের হয়ে দারুণ পারফরম্যান্সে মুস্তাফিজ অপরিমেয় সম্ভাবনার কথা জানান দিয়েছেন। সে শুধু বাংলাদেশ ক্রিকেটে নয়, হায়দরাবাদের চলতি মৌসুমেও বিপ্লব ঘটিয়েছে। আমি মনে করি, ঠিকমতো পরিচর্যা করলে দীর্ঘ ক্যারিয়ারে মুস্তাফিজ অনেক দূর যেতে পারবে।’

মুস্তাফিজ, আশিস নেহরা ও ভুবনেশ্বর কুমারকে নিয়ে গড়া হায়দরাবাদের বোলিং অ্যাটাককে সেরা দাবি করে মুরালি বলেন, ‘আমাদের দলে আশিস নেহরা, মুস্তাফিজুর রহমান ও ভুবনেশ্বর কুমারের মতো বোলার রয়েছে। আমার মনে হয়, দলের কঠিন সময়গুলোতে আমরা দারুণ বোলিং আক্রমণ গড়ে তুলতে পারি, যা আমাদের আসরে ভালো করতে বেশ সহায়তা করছে। আশা করছি, আমাদের সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে এবং আমরা নকআউট পর্ব পর্যন্ত লড়াই করতে পারব।’

আইপিএলের চলমান আসরে ৭ ম্যাচ শেষে চার জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ৬ মে নিজেদের ঘরের মাঠে গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে মুস্তাফিজের হায়দরাবাদ।



মন্তব্য চালু নেই