‘হিউম্যান রাইটসের বক্তব্য অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত’

বাংলাদেশে প্রতিবছর ৪৩ হাজার লোক আর্সেনিকে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে বলে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন প্রকাশ করেছে। তবে এই প্রতিবেদনকে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছেন স্থানীয় সরকার, পল্লী ‍উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবাদ জানান।

মন্ত্রী বলেন, হিউম্যান রাইটস ওয়াচের অসত্য বক্তব্য দেখে অবাক হয়েছি। এটি উদ্দেশ্যপ্রণোদিত।

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাদের কি জানা আছে, আর্সেনিকে কোনো লোক মারা গেছে? এমন কোনো তথ্য কি আপনাদের কাছে আছে?’

হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত হয়ে থাকলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা তাদের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছি, প্রতিবাদ জানাচ্ছি। এরপরও যদি তারা তাদের বক্তব্যে অটল থাকে, তবে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’



মন্তব্য চালু নেই