হিজাবি বিউটি ব্লগার থেকে কভারগার্লের শীর্ষ মডেল আফিয়া

জনপ্রিয় হিজাবি বিউটি ব্লগার থেকে তিনি এবার আমেরিকার বিখ্যাত কসমেটিকস ব্র্যান্ড কভারগার্লের বিজ্ঞাপনের শীর্ষ মডেল। হিজাবি মুসলিম ব্লগার নুরা আফিয়াকে শিগগিরই দেখা যাবে কভারগার্লের বিজ্ঞাপনে এবং বিলবোর্ডে।

মেকআপ টিউটোরিয়ালের জন্য এর আগে তিনি বিশ্বের কাছে বেশ পরিচিতি লাভ করেছিলেন। তার ভিডিওগুলোতে হাজারের উপর দর্শক রয়েছে। শুধু তাই নয়, পাশাপাশি তার ইউটিউবে ২ লক্ষাধিক গ্রাহক এবং ইনস্টাগ্রামে ৩ লক্ষাধিক ফলোয়ার আছে। তিনি বলেন, ‘আমি আশা করি এই প্রচারণায় মুসলিম নারীদের দেখানো হোক আমরাও গুরুত্বপূর্ণ, বিশেষ করে মুসলিম হিজাবি নারীরা।’

‘রিফাইনারি ২৯’কে নুরা আরও বলেন, ‘আমরা টিভিতে আসতে পারি, টাইমস স্কোয়ারের বিলবোর্ডে আসতে পারি। নিজেদের উপস্থাপন করতে পারি।’

সামাজিক যোগাযোগ মাধ্যম তারকা হিসেবে তিনিই প্রথম কভারগার্লের বাণিজ্যিক মুখপাত্র হন নি। এই কোম্পানি একই সাথে তাদের প্রথম পুরুষ মডেল হিসেবে যাকে নির্বাচন করেছেন তার নাম জেমস চার্লস, যিনি একজন ১৭ বছর বয়সী মেকআপ আর্টিস্ট।

সূত্র: ডেকান ক্রনিকলস



মন্তব্য চালু নেই