হিজাব নিষিদ্ধ করায় বসনিয়ার নারীদের বিক্ষোভ

হিজাব নিষিদ্ধ করায় বিক্ষোভ করেছেন বসনিয়ার নারীরা। রোববার দেশটির রাজধানী সারজেভোতে ঘণ্টাব্যাপী প্রতিবাদ মিছিল করেন তারা।

প্রায় ২ হাজার নারী এতে অংশ নেন। সম্প্রতি দেশটির সুপ্রিম কোর্ট সরকারি প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় পোশাক নিষিদ্ধ করার রায় দেন। যেখানে হিজাবের বিষয়টিতে বেশি গুরুত্ব দেয়া হয়। বসনিয়ার মুসলিম রাজনৈতিক ও ধর্মীয় নেতারাও এই রায়ের সমালোচনা করছেন।

প্রতিবাদ কর্মসূচির সংগঠক সামিরা জুনিখ ভেলাজিখ বলেন, এই সিদ্ধান্ত মুসলমানদের সম্মান, ব্যক্তিত্ব ও পরিচিতির ওপর আঘাত আনার সমান এবং এর মূল লক্ষ্য মুসলমানদের অধিকার থেকে বঞ্চিত করা। ব্সনিয়ার নাগরিকদের ৪০ ভাগ মুসলিম।



মন্তব্য চালু নেই