‘হিজাব’ বাধ্যতামূলক হওয়ায় সরে দাঁড়ালেন ভারতীয় শ্যুটার

‘খেলাধুলার সঙ্গে সংস্কৃতি ও ধর্মের বিষয়টা টেনে আনা উচিৎ নয়। প্রত্যেক মহিলা অ্যাথলেটের হিজাব পরা বাধ্যতামূলক, এই খেলাধুলার সঙ্গে যায় না।’ এমনটাই জানিয়েছেন ভারতীয় মহিলা শ্যুটার হিনার বাবা।

অনেকটা ক্ষোভ থেকেই হয়তো এটা বলছেন তিনি। মেয়ে খেলতে যাবেন, পদক জিতবেন- এই ধারণা নিয়েই তো মেয়েকে অ্যাথলেট বানানো। ডিসেম্বরে ইরানের রাজধানী তেহরানে শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার কথা ছিল হিনার।

ওই আসরে হিজাব বাধ্যতামূলক হওয়ায় খেলবেন না ভারতীয় এই শ্যুটার। আসন্ন শুটিং চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এমনটাই জানিয়েছে ভারতীয় রাইফেল অ্যাসোসিয়েশন।

প্রত্যেক মহিলা অ্যাথলেটের ‘হিজাব’ পড়তে হবে। এর প্রতিবাদ জানিয়ে টুইটারে হিনা লিখেছেন, ‘খেলা হলো খেলোয়াড়দের পারফরম্যান্স দেখানোর জায়গা। আমার দক্ষতাই শক্তি ও সংকল্প। এর জন্যই আমি টুর্নামেন্টে অংশ নিই। কিন্তু যখন ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা হয়, তখন ওই টুর্নামেন্টে অংশ না নেওয়াই শ্রেয়।’



মন্তব্য চালু নেই