‘হিযবুত তাহরীরের অনলাইন সম্মেলনকারীরা চিহ্নিত’

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের শুক্রবারের অনলাইন সম্মেলন কৌশলগত কারণে বন্ধ করেনি পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের(ডিবি) প্রধান যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, ‘কৌশলগত কারণে আমরা হিযবুত তাহরীরের অনলাইন সম্মেলনে হানা দেইনি। তবে আমরা পুরো সম্মেলনটি পর্যবেক্ষণ করে জড়িতেদের চিহ্নিত করেছি।’

তিনি জানান, ‘এই সম্মেলনটি ঢাকায়ই হয়েছে। আর এতে পাঁচজন বক্তা ও পাঁচশোর মতো শ্রোতা ছিলেন। অনলাইনে যারা এই সম্মেলনটি দেখেছেন তাদের আইডি পর্যবেক্ষণ করে আমারা দেখেছি তাদের অধিকাংশই পুলিশ এবং সাংবাদিক। এর বাইরে যারা অনলাইনে ছিলেন, তাদের ব্যাপারেও তথ্য পাওয়া গেছে।’

মনিরুল ইসলাম জানান, ‘ঢাকায় অনুষ্ঠিত অনলাইন সম্মেলনে পুলিশ বা গোয়েন্দারা হানা দিলে আমাদের মুল পরিকল্পনা ভেস্তে যেত। আমরা তাই সম্মেলন বন্ধ না করে পর্যবেক্ষণ করেছি। আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। জড়িতদের চিহ্নিত করতে সক্ষম হয়েছি। অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে।’

বাংলাদেশে এ পর্যন্ত যে ছয়টি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে তার একটি হলো হিযবুত তাহরীর। বাকি পাঁচটি হলো জেএমবি, জেএমজেবি, হরকাতুল জিহাদ, শাহদাৎ-ই-আল হিকমা এবং আনসারুল্লাহ বাংলা টিম।

শুক্রবার বেলা সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হিযবুত তাহরীর অনলাইন সম্মেলন করে। এই সম্মেলনের ঘোষণা তারা আগে থেকেই দিয়ে আসছিল। সম্মেলনে খেলাফত প্রতিষ্ঠা এবং সরকারসহ আওয়ামী লীগ-বিএনপিসহ ও অন্যান্য ‘অনৈসলামিক’ রাজনৈতিক দলগেুলোকে উৎখাতের ঘোষণা দেয়া হয়।



মন্তব্য চালু নেই