হিরোশিমার স্মৃতিসৌধে ওবামা

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জাপানের হিরোশিমা শহরে আণবিক হামলার স্থানে সফর করেছেন বারাক ওবামা। শুক্রবার ওবামা হিরোশিমায় সফর করেন। খবর বিবিসির।

১৯৪৫ সালে আণবিক বোমা ফেলে হিরোশিমা ধ্বংস করা হয়েছিল। ওবামা সেসব কথা স্মরণ করে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেসময় ওবামার চেহারা খুব বিসন্ন দেখা যায়।

জাপানের প্রধানমন্ত্রী শিঞ্জো আবেও ওবামার সঙ্গে ছিলেন। এক ভাষণে ওবামা বলেন, হিরোশিমার ওপর আণবিক বোমা হামলার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছিল যে মানবজাতি নিজেকে ধ্বংস করার ক্ষমতা তৈরি করে ফেলেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আণবিক বোমা হামলায় হিরোশিমার প্রায় এক লক্ষ ৪০ হাজার মানুষ প্রাণ হারায়।



মন্তব্য চালু নেই