হিলারির মাথায় শর্টসার্কিট আছে

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের মাথায় শর্টসার্কিট আছে। শনিবার এক জনসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে হিলারি সরকারি ই-মেইলের পরিবর্তে নিজস্ব ই-মেইল সার্ভার ব্যবহার করেছিলেন। হিলারির দাবি, নিজস্ব সার্ভার ব্যবহার করলেও কোনো সরকারি তথ্য ফাঁস হয়নি। ই-মেইল ইস্যুতে হিলারির বক্তব্যের সত্যতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। তিনি মানসিকভাবে অসুস্থ।

ট্রাম্প বলেন, ‘তার ব্রেনে শর্টসার্কিট আছে। তার সমস্যা আছে। সে অস্থির, ভারসাম্যহীন ও পুরোপুরি বিকৃত মস্তিষ্কের।’

তিনি বলেন, ‘সে (হিলারি) মিথ্যাবাদী। সে ভয়াবহ ধরনের মানুষ।’

পরে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, ‘যাদের মনে শর্টসার্কিট আছে, তারা আমাদের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নয়। মগজধোলাই করা বিশ্বের দিকে তাকান।’



মন্তব্য চালু নেই