হুইপ আতিককে এলাকা ছাড়ার নির্দেশ

জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিককে নিজ এলাকা শেরপুরে থাকতে নিষেধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল শনিবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখেই তাকে এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়।

আজ শুক্রবার ইসির উপ-সচিব ফরহাদ আহমেদ খানের স্বাক্ষরিত চিঠিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

প্রসঙ্গত, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন না। অথচ গত ৩ মে শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের গাজীরখামার উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে স্থানীয়দের কাছে ভোট চান হুইপ আতিউর, যা আচরণবিধির লঙ্ঘন।

তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিমন্ত্রী পদমর্যাদাসম্পন্ন হুইপ আতিউরের ব্যাপারে এলাকায় থাকার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে শেরপুর সদর থানার ওসিকেও প্রত্যাহার করা হয়।



মন্তব্য চালু নেই