হুড কাটা ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে সিএনজি অটোরিক্সার হুড কেটে ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার রাতে তাদেরকে মহাখালী ফ্লাইওভারের নিচ থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১ এর একটি দল। গ্রেপ্তারকৃতরা হলো মো. আব্দুর রহিম বেপারী (২৮), মো. দিদার হোসেন জনি (২৮), মো. জাহাঙ্গীর (২২), মো. জুয়েল (২০), মো. শ্যামল (২০), মো. স্বপন (১৯), মো. বাদশা (২০) এবং মো. জমসেদ (২৮)।

র‌্যাব-১ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা কিছু দিন ধরে বনানী, মহাখালী, কাকলীসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে অভিনব পন্থায় সিএনজি অটোরিক্সার হুড কেটে ছিনতাই করে আসছে। সাধারণ যাত্রীরা সিএনজিতে করে যাতায়াতের সময় ট্রাফিক সিগন্যালে আটকে পড়লে পিছন থেকে সিএনজির প্লাস্টিক কভার ছুরি দিয়ে কেটে যাত্রীদের সর্বস্ব ছিনিয়ে নেয় এবং এসময় তারা যাত্রীদের শারিরীকভাবে আহতও করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।



মন্তব্য চালু নেই