হোভারবোর্ড দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

যুক্তরাজ্যে হোভারবোর্ড চালানোর সময় বাসের সঙ্গে ধাক্কায় নিহত হয়েছে ১৫ বছরের এক কিশোর। ম্যাশেবল এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। ঘটনাটি ঘটেছে লন্ডনের নর্থওয়েস্টে।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নিহত কিশোর সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই ঐ কিশোরের মৃত্যু হয়।

দুর্ঘটনাটি সম্পর্কে এখনও পরিপূর্ণ কোন তথ্য পাওয়া যায় নি। দেশটির পুলিশ বাহিনী তদন্তে নেমেছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে।

হোভারবোর্ড ক্রিসমাসে বিক্রিত পণ্যের চাহিদার তালিকায় শীর্ষে ছিল। যদিও যুক্তরাজ্যে এই যানটি প্রধান সড়কে এবং ফুটপাতে হোভারবোর্ড চালানো নিষিদ্ধ। কারণ এই যানটি লাইসেন্স অথবা নিবন্ধন করা নয় বলে জানিয়েছে মেট পুলিশ।

হাইওয়ে অ্যাক্ট ১৮৩৫ এর ৭২ ধারা অনুসারে যুক্তরাজ্যে হোভার চালানো আইনের লংঘন। একই কথা বলা আছে স্কটল্যান্ডের রোডস অ্যাক্টের ১২৯(৫) ধারায়।

এই মাসের শুরুতে ব্রিটেন কর্তৃপক্ষ ১৫ হাজারের বেশি হোভারবোর্ডস জব্দ করেছে মৌলিক নিরাপত্তা চেকে অনুত্তীর্ণ হওয়াতে।

এদিকে গত মাসে যুক্তরাষ্ট্রের আলাবামায় হোভারবোর্ড বিস্ফোরণ ঘটেছে।



মন্তব্য চালু নেই