হোসনি দালানে বোমা হামলায় আহত জামালের মৃত্যু

রাজধানীর হোসনি দালান থেকে পবিত্র আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলায় আহত জামাল উদ্দিন মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জামাল উদ্দিন মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার সিমপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি লালবাগ পোস্তারঢাল এলাকায় থাকতেন। তার কসমেটিকসের ব্যবসা ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাশ জানান, জামাল উদ্দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে ওই হামলার ঘটনায় মোট দুজনের মৃত্যু হলো।

গত শুক্রবার রাত দেড়টার দিকে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হাতে তৈরি পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে সাজ্জাদ হোসেন সানজু (১৬) নামে এক যুবক নিহত এবং শতাধিক লোক আহত হয়। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ জামাল উদ্দিন মারা যান।



মন্তব্য চালু নেই