হ্যাকিং করে ১০০০০ ডলার পুরস্কার জিতলো ১০ বছরের বালক!

যে বয়সে একটি শিশুর সাধারণত কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করারই কথা না, সে বয়সে জনি নামের এক ১০ বছরের বালক ইন্সটাগ্রাম হ্যাক করলো! অবশ্য কোনো খারাপ উদ্দেশ্যে নয়। বরং ইন্সটাগ্রামের এই ত্রুটি (বাগ) ধরিয়ে দিয়ে মূল প্রতিষ্ঠান ফেসবুকের কাছ থেকে ১০ হাজার ডলার পুরস্কার জিতে নিয়েছে জনি।

জনপ্রিয় ফটোশেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের ক্রটি ছিল- একজন অন্যজনের অ্যাকাউন্টে কোনো কমেন্ট করলে তৃতীয় ব্যবহারকারী সে কমেন্ট মুছে দিতে পারতো।

এই সমস্যাটির খুব দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছে ফেসবুক। তারপর জনিকে বুঝিয়ে দেয়া হবে সর্ব কনিষ্ঠ ‘বাগ বাউন্টি’ পুরস্কারটি।

গত ফেব্রুয়ারিতে জনি প্রথম এই ত্রুটি শনাক্ত করে। তারপর ফেসবুককে ই-মেইল পাঠায়। ফেসবুকের নিরাপত্তা প্রকৌশলী সমস্যাটি পরীক্ষা করে দেখেন, জনির কথাই সত্য হয়।

ফিনল্যান্ডের পত্রিকা ইলটালেহটি জানিয়েছে, হেলসিঙ্কি শহরে জনির জন্ম এবং বেড়ে ওঠা। পুরস্কার হিসেবে পাওয়া অর্থ দিয়ে নতুন একটি সাইকেল, ফুটবল এবং তার দুই ভাইয়ের জন্য কম্পিউাটার কিনবে সে।

ফেসবুক বিবিসিকে জানিয়েছে, ত্রুটি সমাধানে প্রতিষ্ঠানটি এই পর্যন্ত ৪৩ লাখ ডলার ব্যয় করেছে।



মন্তব্য চালু নেই