‘হ্যালো’ কীভাবে এলো

আগেকার দিনে টিঅ্যান্ডটি ফোন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়া কাউকে ব্যবহার করতে দেখিনি কিন্তু আজকাল মোবাইল নামক যন্ত্রটি কার হাতে নেই! নিকটজনের সঙ্গে কুশলবিনিময়, ব্যবসায়িক প্রয়োজনসহ প্রাত্যহিক প্রয়োজনে ফোন এখন বিলাসী বস্তু নয়। জীবনের সঙ্গে অপরিহার্য হয়ে পড়েছে।

টেলিফোন আবিষ্কারের কথা আমরা অনেকেই জানি। এ এক বিস্ময়কর আবিষ্কার। বিভিন্ন পথপরিক্রমায় আজকের মোবাইল ফোন।আর এর পথপ্রদর্শক টেলিফোন।

আলেক্সান্ডার গ্রাহাম বেল স্কটল্যান্ডের এডেনবার্গে ১৮৪৭ সালের ৩ মার্চ জন্মগ্রহণ করেন এবং ১৯২২ সালের ২ আগস্ট মৃত্যুবরণ করেন। জীবদ্দশায় তিনি বিজ্ঞানের বিভিন্ন শাখায় তার প্রতিভার ছাপ রেখেছেন। যা মানব কল্যাণের ইতিহাসে স্মরণীয় থাকবে। এর মধ্যে টেলিফোন অন্যতম। গ্রাহাম বেলের মা এবং স্ত্রী দুজনেই ছিলেন বধির। এ সমস্যা থেকে উত্তরণের জন্য তিনি শ্রবণশক্তি সম্পর্কিত ডিভাইস নিয়ে কাজ করেন। এরই এক পর্যায়ে তিনি টেলিফোন অবিষ্কার করেন।

 



মন্তব্য চালু নেই