১০০০০ গোলের মাইলফলকে বার্সা

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে দারুণ এক মাইলফলকও স্পর্শ করেছে বার্সেলোনা। নিজেদের ক্লাব ইতিহাসে প্রতিযোগিতামূলক ম্যাচে ১০ হাজার গোলের মাইলফলক ছুঁয়েছে কাতালান ক্লাবটি।

মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে বার্সার দুটি গোলই করেন দলের সেরা তারকা লিওনেল মেসি। তাই মাইলফলক ছোঁয়া গোলটিও এসেছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের থেকেই। পেনাল্টি থেকে করা মেসির দ্বিতীয় গোলটি বার্সার ১০০০০তম গোল।

১৮৯৯ সালে যাত্রা শুরু করা বার্সেলোনার ১০ হাজার গোল এসেছে ৪ হাজার ৩৭৫ ম্যাচ থেকে। ম্যাচপ্রতি গোলের গড় ২.২৮। ১৯০১ সালের কোপা মাকায়াতে ক্লাবের প্রথম গোলটি করেছিল বার্সা।

গত মৌসুমে ট্রেবল জয়ী বার্সা এ পর্যন্ত শিরোপা জিতেছে ১২৬টি। প্রথম শিরোপাটি এসেছিল কোপা মাকায়াতে, ১৯০১-০২ মৌসুমে। আর সর্বশেষটি এসেছে গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিভার প্লেটকে হারিয়ে।

বার্সার ১০ হাজার গোলের মধ্যে মেসির দখলেই আছে ৪৪১ গোল, যা কাতালান ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড। পাঁচবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় মেসির ধারেকাছেও কেউ নেই। দ্বিতীয় স্থানে থাকা সিজার রদ্রিগেজের গোল মেসির প্রায় অর্ধেক (২৩২টি)।

এরপর সেরা পাঁচে আছেন যথাক্রমে লাজলো কুবালা (১৯৪), জোসেফ সামিটিয়ের (১৭৮) ও জোসেফ এস্কোলা (১৬৩)।



মন্তব্য চালু নেই