১০১ বছর বয়সে সাঁতার কেটে বিশ্বরেকর্ড করলেন এই নারী

সাঁতারে করেছেন বিশ্বরেকর্ড করেছেন এক নারী। তাও আবার ১০১ বছর বয়সে। এক চমকে ওঠা গল্প এটি। এই নারীর সাঁতার দেখতে ভিড় জমে। সবাইকে ছাড়িয়ে যান তিনি।

টুর্নামেন্টে ৪০০ মিটার ফ্রিস্টাইল বিভাগে ছিলেন ১০১ বছরের নাগাওকা। শতবর্ষ পার করা এই নারী সাঁতারুর সাঁতার দেখতে দর্শকরা ছিলেন উৎসুক। সবাইকে চমকে দিয়ে ২৬ মিনিট ১৬.৮১ সেকেন্ডে তিনি পার করেন নির্দিষ্ট দূরত্ব। করেন বিশ্বরেকর্ড।

জাপানের চিবা শহরে হয় এই প্রতিযোগিতা। সাঁতার কাটার পর মোটেই ক্লান্ত নন তিনি। তার নাম মেইনকো নাগাওকা। তিনি বলেছেন, ১০৫ বছর পর্যন্ত সাঁতার কাটবেন তিনি।

উদ্যোক্তারা জানায়, এ সময় রোমাঞ্চকর পর্যায়ে চলে যায় প্রতিযোগিতা। তখন পানির মধ্যে তীব্র লড়াই চলছে ৮০ বছরের এটসুকো আজুমির সঙ্গে ১০১ বছরের নাগাওকার। সুন্দর ছন্দে জল কেটে দুজনেই ফিনিশিং লাইনের দিকে এগিয়ে যাচ্ছিলেন।

তবে চ্যাম্পিয়ন না হতে পারলেও আক্ষেপ নেই তার। বেশ খুশি তিনি। নাগাওকা এ বিষয়ে বলেন, আমি প্রতিযোগিতার জন্য সুইমিং পুলে নেমেই আনন্দ পাই। প্রসঙ্গত, ১৯১৪ সালে জন্ম নাগাওকার। দ্বিতীয় বিংশযুদ্ধ দেখেছেন তিনি।



মন্তব্য চালু নেই