১০ টাকার স্মারক ‘ডাকটিকিট’ অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে দশটাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, দশটাকার একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে তিনি এসব অবমুক্ত করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, ডাক বিভাগের মহাপরিচালক প্রবাস চন্দ্রসাহা, ডাক অধিদফতরের পরিচালক (স্ট্যাম্পস) মো. মুনছুর রহমান মোল্লাসহ আরো অনেকে ছিলেন।

জানা গেছে, অবমুক্ত ১০ টাকার স্মারক ডাকটিকিট ও খাম এবং পাঁচ টাকার ডাটা কার্ড আজ থেকে ঢাকার জিপিও এর ফিলাটিক ব্যুরো থেকে বিক্রি করা হবে। পরবর্তীতে দেশের অন্যান্য জিপিও ও প্রধান ডাকঘরগুলোতে বিক্রি করা হবে। উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিওতে বিশেষ সিলমোহরের ব্যবস্থা রয়েছে বলেও জানিয়েছেন ডাক অধিদফতরের পরিচালক মো. মুনছুর রহমান মোল্লা।



মন্তব্য চালু নেই