১০ লাখ শ্রমিক ভিসা ইস্যু করেছে সৌদি আরব

শ্রমিক নিয়োগের জন্য ১০ লাখ ভিসা ইস্যু করেছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়। দেশটির ১০টি শ্রমিক নিয়োগকারী কোম্পানির জন্য এসব ভিসা ইস্যু করা হয়েছে।

সৌদি আরবের প্রভাবশালী আরবি দৈনিক আলওয়াতান মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলছে, প্রত্যেক কোম্পানির জন্য এক লাখ ভিসা বরাদ্দ দেওয়া হয়েছে। শ্রমিক নিয়োগ কোম্পানির জন্য ভিসার পরিমাণ ৩০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

মানব পাচার ও বাণিজ্য এবং তথাকথিত বিনামূল্যে ভিসা ঠেকাতে সৌদি শ্রম মন্ত্রণালয় এ পদক্ষেপ নিয়েছে। কোম্পানিগুলো দেশটির কর্মসংস্থান বাজারের ছোট ও মাঝারি খাতে ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য নতুন ভিসা ব্যবহার করবে। দেশটির ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত ভয়াবহ শ্রমিক সংকটে ভুগছে।

সৌদি কানাডিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ইমাদ আল ঢুকাইর বলেন, স্থানীয় বাজারে শ্রমিক সংকট কাটাতে নতুন এ পদক্ষেপ সহায়ক হবে।



মন্তব্য চালু নেই