১২৪ বছর পর অলিম্পিকে যুক্ত হচ্ছে ক্রিকেট!

২০২৪ সালের অলিম্পিকে ক্রিকেট যুক্ত হতে পারে বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। খবর গার্ডিয়ানের।

বৃহস্পতিবার ডেভ রিচার্ডসন নিশ্চিত করে বলেছেন, কার্যনির্বাহী বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্য ২০২৪ সালের অলিম্পিকে ক্রিকেটকে যুক্ত করার আবেদন করতে সম্মতি দিয়েছেন।

১৯৯০ সালের প্যারিসে অনুষ্ঠিত অলিম্পিকে ক্রিকেট থাকলেও তাতে শুধু গ্রেট ব্রিটেন ও ফ্রান্স অংশ নিয়েছিল।

রিচার্ডসন বলেন, অলিম্পিকে ক্রিকেটকে ফেরানোর সঠিক সময় চলে এসেছে। এই বছরেই ২০২৪ সালের অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার জন্য আইসিসি আবেদন করতে যাচ্ছে। চলতি বছরের জুলাইয়ের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে যাতে সেপ্টেম্বরের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়। আশা করছি, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আমাদের আবেদন বিবেচনায় নেবে।



মন্তব্য চালু নেই