১২ বার সাপের কামড় খেয়ে এখনও স্বমহিমায় জীবিত এক যুবক

এক-দু’বার নয়, ১২ বার সাপের কামড় খেয়েও বেঁচে রয়েছেন ২০ বছরের এক যুবক। তার মধ্যে দু’বার কামড় খেয়েছে কিংগ কোবরার। ভাবা যায়?

বিজয়পুরে বসবাসকারী ২০ বছর বয়সী এক যুবক গত এক মাসে, ৪ বার সাপের কামড় খেয়েছে। যার মধ্যে দু’টি আবার কিংগ কোবরা। এইভাবে তাঁর ২০ বছরের জীবনে ১২ বার সাপের কামড় খেয়েছেন লিঙ্গারাজু এস।

প্রথম তাঁকে সাপ কামড়েছিল পাঁচ বছর আগে, শোলাপুরে। তখন তিনি পরিবারের সঙ্গে ওখানেই থাকতেন। এরপর প্রায় সাতবার সাপের কামড় খেয়েছেন তিনি। তাঁর মা-বাবা চিন্তিত হয়ে চিকিৎসকের পরামর্শ নেন। সেই চিকিৎসক প্রায় ৬ মাস ধরে তাঁর শুশ্রুষা করেন।

তাঁর বাবা-মা ভাবতে শুরু করেন যে, তাঁদের ছেলের উপরে নিশ্চয় কোনও অভিশাপ রয়েছে। কারণ, সে যেখানেই যায়, সেখানেই তাঁকে সাপ কামড়ায়। এর জন্য তাঁরা গ্রামেরই এক আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নেন। চিকিৎসক জানান যে, এ এক মিরাকেল যে ১২ বার সাপের কামড় খেয়েও সে আজও বেঁচে রয়েছে। -এবেলা।



মন্তব্য চালু নেই