১২ রুপিতে বোতলজাত টাটকা বাতাস!

বায়ুদূষণে প্রাণ হাঁসফাস? ভাবছেন একটু সাগরে বা পাহাড়ে যাবেন? তার আর দরকার পড়বে না। এখন থেকে পকেটেই নিয়ে ঘুরুন টাটকা বাতাস ভর্তি বোতল। যখনই হাঁসফাস লাগবে ছিপিটা খুলে নাকে ধরুন, ব্যস!

ভারতের বাজারে সত্যি সত্যি বোতলজাত টাটকা বাতাস নিয়ে আসছে কানাডার একটি কোম্পানি। ইতিমধ্যেই তারা চীনে এ ব্যবসা শুরু করেছে। প্রতি শ্বাস বাতাসের দাম পড়বে মাত্র ১২ রুপি ৫০ পয়সা।

কানাডার আলবার্টা প্রদেশের ভাইটালিটি এয়ার নামে কোম্পানি এই বাতাসের ব্যবসা করছে। ৩ লিটার একটি বোতলের দাম রাখছে ৭২৫ রুপি এবং ৮ কেজি বাতাসের দাম ১ হাজার ৪০০ রুপি।

গত বছর চীনের বাজারে তারা এই ব্যবসা শুরু করে। দেশটি বায়ুদূষণের মাত্রা ভয়াবহ আকার ধারণ করায় ব্যবসাও জমেছে বেশ। প্রচুর লাভ করেছে তারা।

ভাইটালিটি এয়ারের প্রতিষ্ঠাতা মজেস ল্যাম একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে বলেছেন, ভারতে বায়ুদূষণ চীনের চেয়েও বেশি। আশা করছি, এখানেই আমাদের সবচে বড় মার্কেটটা তৈরি হবে।



মন্তব্য চালু নেই