১৪ ডলারে গুগলের কার্ডবোর্ড ভিআর

কম খরচে ভার্চুয়াল রিয়েলিটির দুনিয়াতে চক্কর দিতে চান? তবে কিনে নিন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের কার্ডবোড ভিআর হেডসেট। এই ভার্চুয়াল হেডসেটটি স্মার্টফোনের সঙ্গে লাগিয়ে থ্রিডি মুভি উপভোগ করা যাবে। গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে তাদের কার্ডবোর্ড ভিআর বিক্রি শুরু হয়েছে।

দুইটি মডেলে গুগলের ভিআর হেডসেট পাওয়া যাচ্ছে। এদের মধ্যে গুগল টেক সি-১ গ্লাস ভিআরের মূল্য ১৪.৯৯ ডলার। ভ্যাট এবং ট্যাক্স ছাড়া বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ১ হাজার ১৭৬ টাকা। অন্যদিকে ম্যাট্টেল ভিউ মাস্টার ভিআর স্টার্টারের মূল্য ২৯.৯৯ ডলার। ভ্যাট এবং ট্যাক্স ছাড়া বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ২ হাজার ৩৫৩ টাকা।

এদের মধ্যে ম্যাট্টেল ভিউ মাস্টার ভিআর স্টার্টার শিশুদের জন্য ডিজাইন করা হয়েছে। এটির জন্য শিশুদের জন্য সহায়ক অ্যাপস রয়েছে। এই ডিভাইসে রাবারের নমনীয় আইপিস রয়েছে। ফলে শিশুরা চোখে পরতে কোনো অসুবিধা হবে না।

গুগল জানিয়েছে, প্রতিষ্ঠানটি ৫ কোটি কার্ড বোর্ড ভিআর বাজারে বিক্রির জন্য উৎপাদন করেছে।



মন্তব্য চালু নেই