১৪ বছরের নাবালিকা ২৬ বানিয়ে পাচারের অভিনব কৌশল

১৪ বছরের নাবালিকা শারমিনকে কাগজপত্রে ২৬ বছরের মহিলা দেখিয়ে জর্ডান পাচারকালে ধৃত হন জাহিদ। মোবাইল কোর্ট তাকে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে একলক্ষ টাকা জরিমানা এবং ১ বছরের কারাদন্ড প্রদান করেন।

12065494_839545312810474_6738987103766706929_n

হবিগঞ্জের জাহিদ ঢাকায় একটি মহিলা কর্মজীবী হোস্টেল ব্যবসা পরিচালনা করেন। বড় চাকরীর প্রলোভন দেখিয়ে গ্রাম থেকে হোস্টেলে নিয়ে আসেন শারমিনকে।

12107147_839545496143789_3034574231258328378_n

ভুয়া বয়স ও ঠিকানা ব্যবহার করে শারমিনের জন্য অল্প সময়ে ডিজিটাল পাসপোর্ট ও ভিসা সংগ্রহ করেন। প্রবাসী কল্যাণের ম্যানপাওয়ার ক্লিয়ারেন্সও নেন। এয়ারপোর্টে শারমিনের বয়স সন্দেহ হলে শারমিনের দেখানো মতে ধৃত হন জাহিদ।

12107289_839545376143801_4673696827022868722_n

প্রশ্ন হল… ডিজিটাল পাসপোর্ট এবং ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স অথরিটিকে কীভাবে ধোকা দিলেন জাহিদ?

hjbrl



মন্তব্য চালু নেই