১৫ জুলাই ব্যাংক খোলা

তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়ার সুবিধার্থে ১৫ জুলাই, বুধবার সকল তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে সকল ব্যাংকের প্রধান নির্বাহীদের এ নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়, তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়ার সুবিধার্থে ১৫ জুলাই শবে কদরের ছুটির দিনও ব্যাংক খোলা রাখতে হবে। এ ছাড়া শুক্র ও শনিবার বিমান, সমুদ্র ও স্থলবন্দরগুলোতে অবস্থিত ব্যাংক শাখা খোলা রাখতে হবে।

এসব দিন যারা অফিস করবেন তাদের যুক্তিসঙ্গত ভাতা প্রদানেরও পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।



মন্তব্য চালু নেই