১৬ ঘণ্টা পর ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

দীর্ঘ ১৬ ঘণ্টা পর রাজধানীর গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার বিকেল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) শাকিল নেওয়াজ জানান, আগুন ফায়ার সার্ভিসের আওতায় আছে। আগুনের তীব্রতা এর চেয়ে আর বাড়তে পারবে না।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার মেসেজ পেয়েছি আমরা।

এর আগে সোমবার রাত ২টার কিছুক্ষণ পরে আগুনের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। পরে ধাপে ধাপে মোট ২২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুন নিয়ন্ত্রণের পর সার্চিং এবং ডাম্পিং করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের এক কর্মকর্তা।

তিনি জানান, আগুনে মার্কেটের ভেতরে কেউ আটকা আছে কি না তা খুঁজতে সার্চিং করা হবে। পাশাপাশি ডাম্পিং কাজ চলবে।



মন্তব্য চালু নেই