১৯ তলা ভবনে আগুন! উপরওয়ালার নাম নিয়ে সোজা লাফ!

১৯ তলা বিল্ডিংয়ে আগুন। নেভানোর চেষ্টা করলেও বেগ পেতে হচ্ছিল দমকল কর্মীদের। এদিকে, সময়ের সঙ্গে সঙ্গে বিল্ডিংয়ে আটকে পড়া মানুষদের আতঙ্কও বাড়ছিল। এমন সময়ে আগুন থেকে বাঁচতে একটা উপায়ই করার ছিল ১৯ তম তলায় আটকে পড়াদের। সোজা লাফ! নীচে অপেক্ষা করছিল নেট।

কিন্তু, ১৯ তলা থেকে ঝাঁপের অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। অত উঁচু থেকে লাফানো ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর বনানীতে।

শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১২টি ইঞ্জিন। দমকলের মই বেয়ে একে একে নামানো হয় আটকে থাকা ব্যক্তিদের। মহিলা, পুরুষ প্রত্যেকেই বিল্ডিংয়ের বারান্দা বা পাইপ বেয়ে দমকল-এর মই পর্যন্ত পৌঁছন। সেই ছবি ধরা পড়েছে ভিডিওতে।

বিল্ডিং পুরোপুরি খালি করে দেওয়ার পাশাপাশি ওই এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে।



মন্তব্য চালু নেই