১ আগস্ট থেকেই মহাসড়কে অটোরিকশা নিষিদ্ধ

আগামী ১ আগস্ট থেকে সকল জাতীয় মহাসড়কে থ্রি হুইলার অটোরিকশা, অটোটেম্পু ও সকল শ্রেণীর অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করে আদেশ জারি করেছে সরকার।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। অটোরিকশার কারণে মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে সম্প্রতি আলোচিত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিল।

এর আগে গত ২২ জুলাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এক সভায় মহাসড়কে অটোরিকশা নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে সাংবাদিকদের বলেছিলেন, ‘এবার ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশা হাইওয়েতে চলাচল অনেক কমে গেছে। কিন্তু নতুন একটা উপসর্গ যোগ হয়েছে, সেটা হল সিএনজিচালিত অটোরিকশা। এবার ঈদে দ্বিতীয় দুর্ঘটনাটা হয়েছে সিএনজিচালিত অটোরিকশার জন্য। সিএনজি অটোরিকশা এবার মহাসড়কে খুব বেশি হারে এসে গেছে। যেটা অতীতে কখনো ছিল না।’



মন্তব্য চালু নেই