১ জুলাই থেকে বিআরটিসির বিশেষ সার্ভিস

ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে বিশেষ বাস সার্ভিস দেবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি)। বৃহস্পতিবার বিআরটিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা থেকে বিভিন্ন জেলায় বিআরটিসির ৪৫০টি বাস এবং ঢাকার বাইরের জেলা থেকে বিভিন্ন গন্তব্যে ৪০০টি বাস আগামী ১ থেকে ৯ জুলাই পর্যন্ত ‘ঈদ স্পেশাল সার্ভিস’ হিসেবে চলাচল করবে।

ঢাকাস্থ মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (ফুলবাডিয়াস্থ সিবিএস-২) থেকে বাসের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে ২৬ জুন থেকে।

এ ছাড়া ঈদের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপোতে ৫০টি বিআরটিসির বাস স্ট্যান্ডবাই থাকবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিআরটিসির ওয়েবসাইটে (www.brtc.gov.bd) পাওয়া যাবে।



মন্তব্য চালু নেই