১ বছরে ৫০ নারীকে গর্ভবতী করেন ২৬ বছরের যুবক

সম্প্রতি ব্রিটেনের ২৬ বছরের যুবক কেনজি কিলপ্যাট্রিক ১০ সন্তানের পিতা হয়েছেন। এক্ষেত্রে তিনি ৫০ জন নারীকে গর্ভবতী হতে সাহায্য করেছেন।

আরও নারী সন্তান প্রসবের জন্য অপেক্ষা করছেন। সবমিলিয়ে অচিরেই অর্ধশতাধিক সন্তানের পিতা হবেন তিনি।

আসলে বার্মিংহ্যামের বাসিন্দা কেনজি সমকামী। তবে যেসকল দম্পতির বহুদিন কোনও সন্তান হচ্ছে না, তাদের পাশে সে দাঁড়াতে চেয়েছেন।

আর সেটা ভেবেই গতবছর জুন মাসে তিনি ফেসবুকে একটি পেজ তৈরি করে নিজের স্পার্ম দান করতে চেয়ে আবেদন জানান।

যেসকল দম্পতির সন্তান ধারণের ইচ্ছা আছে তাদের উদ্দেশেই এই পোস্টটি ছিল। এরপর কেনজির কাছে বহু আবেদন আসতে থাকে।

আর এভাবেই গত ১ বছরে কেনজি ৫০ জনের মতো নিঃসন্তান মহিলাকে সন্তান ধারণে সাহায্য করেছেন নিজের স্পার্ম দিয়ে।

জানা গেছে, গত কয়েক সপ্তাহের মধ্যে ৬ জন মহিলা ২ টি মেয়ে ও ৫ টি ছেলের জন্ম দিয়েছেন। এর মধ্যে যমজও রয়েছে। আগামী কয়েক সপ্তাহে আরও অনেক মহিলা সন্তানের জন্ম দিতে চলেছেন।

কেনজি জানান, এত জনকে সাহায্য করতে পেরে তিনি খুশি। তবে এরজন্য আলাদা করে কোনও টাকা তিনি দাবি করেন না।

শুধু যাতায়াতের খরচ ও দম্পতির সঙ্গে সাক্ষাতের সময় হোটেল ভাড়া মিটিয়ে দিলেই তার চলে যায়।



মন্তব্য চালু নেই