১ মাসের মধ্যে স্যুয়ারেজ প্রতিবেদন চান হাইকোর্ট

রাজধানীর গুলশান ও তার পার্শবর্তী এলাকার স্যুয়ারেজ কিভাবে নিষ্কাশিত হয় এ বিষয়ে প্রতিবেদন তলব করেছে হাইকোর্ট।

আগামী ৩০ দিনের মধ্যে আদালতে এ রিপোর্ট দাখিল করতে সিটি করপোরেশন ওয়াসাকে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে গুলশান লেকে স্যুয়ারেজ ও বর্জ্য ফেলার ওপর কেন নিষেধাজ্ঞা দেয়া হবে তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এ বিষয়ে করা এক আবেদনের শুনানি করে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে পূর্ত মন্ত্রণালয়, রাজউক, ওয়াসা, পরিবেশ ও বন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের প্রতিবেদন দিতে হবে।

গতকাল মঙ্গলবার এ বিষয়ে রিট আবেদন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী সীমা হায়দার চৌধুরী ও ব্যারিস্টার ওমর সাদাত। আজ আদালতে রিট আবেদেনর পক্ষে রিটকারীরা শুনানি করেন।

পরে আদালত থেকে বেরিয়ে আইনজীবীরা জানান, জনস্বার্থে এ রিট আবেদনটি দায়ের করা হয়েছে।



মন্তব্য চালু নেই