২০১৫ সালের দশ ধনী ক্রিকেটার

খেলাধুলার জনপ্রিয়তা যদি টিভি দর্শকসংখ্যা দ্বারা পরিমাপ করা হয় তাহলে ক্রিকেট যে বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় খেলা তার কোন সন্দেহ নেই। সারা পৃথিবী জুড়ে ক্রিকেটের লক্ষ লক্ষ ভক্ত রয়েছে। ভক্তরা কি জানেন ২০১৫ সালের সবচেয়ে ধনী ক্রিকেটার কারা? তাদের আয় কত?

অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা তাদের দেশের সর্বোচ্চ বেতনভোগী ক্রীড়াবিদ হতে পারে কিন্তু ভারতীয় ক্রিকেটারদের সাথে তুলনা করলে তাদের বেতন একটু কম বলে মনে হয়। ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সহ-অধিনায়ক বিরাট কোহলি প্রতি বছর যে আয় করে তা অস্ট্রেলিয়ানদের চেয়ে তিনগুন।
ধোনি ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ধনী ক্রিকেটারের তালিকায় শীর্ষে আছে (ফোর্বস অনুযায়ী)।

এবার জেনে নিন ২০১৫ সালের সবচেয়ে ধনী ১০ ক্রিকেটার এর তালিকা-

১০। ইউসুফ পাঠান – ৩.৩ মিলিয়ান ডলার

৯। রিকি পনটিং – ৪.১ মিলিয়ান ডলার

৮। ব্রেট লি – ৪.৮ মিলিয়ান ডলার

৭। মাইকেল ক্লার্ক – ৪.৯ মিলিয়ান ডলার

৬। সেন ওয়াটসন – ৫.৯ মিলিয়ান ডলার

৫। ভিরেন্দর সেওয়াগ – ৬.৯ মিলিয়ান ডলার

৪। ভিরাট কোহলি – ৭.১ মিলিয়ান ডলার

৩। গৌতম গম্ভীর – ৭.৩ মিলিয়ান ডলার

২। শচীন টেন্ডুলকার – ১৮.৬ মিলিয়ান ডলার

১। মহেন্দ্র সিং ধনী – ২৬.৫ মিলিয়ান ডলার



মন্তব্য চালু নেই