২০১৮ সালের মধ্যেই বাংলাদেশ উন্নত হবে : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। লক্ষ্য ছিল ২০২১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করা। কিন্তু যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে তাতে ২০১৮ সালের মধ্যেই দেশ উন্নত আয়ের দেশে পরিণত হবে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি সদর উপজেলার বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয়ে আকলিমা মোয়াজ্জেম হোসেন স্মৃতি মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ইতিমধ্যে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রশংসনীয় অগ্রগামী ভূমিকায় বাংলাদেশ আজ বিশ্ব দরবারের উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে। অন্যান্য দেশে আমরা যখন সেমিনারে অংশ গ্রহণ করি তখন তারা আমাদের কাছে জানতে চায় কীভাবে একটি দেশকে এত তাড়াতাড়ি উন্নয়নের দোরগোড়ায় নেয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান গাবখান ধানসিড়ি ইউনিয়নের সাচিলাপুর কবি জীবনানন্দ দাসের বাড়ির রাস্তা, পূর্ব বিন্নাপাড়া প্রাথমিক বিদ্যালয় ভবন এবং ওস্তাখান ভায়া ফকিরের হাট রাস্তার উদ্বোধন করেন।



মন্তব্য চালু নেই