২০১৯ সালের মধ্যে ইন্দোনেশিয়ার সব যৌনপল্লী বন্ধ

২০১৯ সালের মধ্যে সব যৌনপল্লী বন্ধ করে দেয়ার ‍সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির গণমাধ্যম জাকার্তা পোস্ট জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা অধ্যুষিত ইন্দোনেশিয়াতে পতিতাবৃত্তি বন্ধে এ পদক্ষেপ নিয়েছে সরকার। মঙ্গলবার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন ইন্দোনেশিয়ার সমাজকল্যাণ মন্ত্রী।

দেশটির সরকার ইতিমধ্যে ৬৮টি যৌনপল্লী বন্ধ করে দিয়েছে এবং আগামী তিন বছরে অপর ১০০টি পল্লীও বন্ধ করা হবে বলে মন্ত্রী খোফিফাহ ইন্দর পারাওয়ানসা জানিয়েছেন।

অবৈধ হওয়া সত্ত্বেও ইন্দোনেশিয়ার সব বড় শহরগুলোতে অবাধে যৌনব্যবসা চলছে। জাকার্তার গভর্নর রাজধানীর উত্তরাংশে অবস্থিত একটি বড় যৌনপল্লী বন্ধ করার কাজ শুরু করেছেন। আসছে রোববার পল্লীটি উচ্ছেদ করার পরিকল্পনা রয়েছে।

২০১৪ সালে ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ার একটি যৌনপল্লী বন্ধ করে দেন স্থানীয় মেয়র। এই পল্লীটিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় যৌনপল্লী হিসেবে বিবেচনা করা হতো।



মন্তব্য চালু নেই