২০ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে পৌরসভা নির্বাচন

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেছেন, পৌরসভা নির্বাচন আগামী ডিসেম্বর মাসের ২০ থেকে ২৪ তারিখের মধ্যে করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন(ইসি)।

বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে তার নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাবেদ আলী বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী ২০ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যের যেকোনো এক দিন পৌরসভা নির্বাচন করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জানতে চাইলে কমিশনার বলেন, ‘আগামী ডিসেম্বর মাসের প্রথম দিকে স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শেষ হবে। তা ছাড়া আগামী জানুয়ারি ২০১৬-তে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা নিয়ে ইসির কর্মকর্তারা ব্যস্ত থাকবেন ও বিশ্ব ইজতেমা শুরু হবে। তাই সব মিলিয়ে ডিসেম্বরের শেষের দিকেই নির্বাচন সম্পন্ন করার উপযুক্ত সময় বলে মনে করা হচ্ছে।

এ সময় তিনি বলেন, ‘নভেম্বরের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হতে পারে এবং এক দিনেই নির্বাচন করা হবে। এমন চিন্তাভাবনাই করছে ইসি।’



মন্তব্য চালু নেই