২০ দলীয় জোট ভাঙবে না, শক্তিশালী হবে

২০ দলীয় জোট ভাঙবে না, বরং আরো বেশি শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. খন্দকার মাহাবুব হোসেন।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘ভারতের সাথে নতুন চুক্তি: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘২০ দলীয় জোট কে করে, জোটে কে থাকবে-কে থাকবে না তা ২০ দলীয় জোটের শীর্ষ নেতার সিদ্ধান্ত নেবে, এতে সরকারের মাথাব্যথা কেন? আমার জানামতে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের এ কুচক্রে পা দিয়ে ২০ দলীয় জোটকে ভেঙে দেবেন না।’

বিএনপি ভারত বিরোধী মন্ত্রী-এমপিদের এমন বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি কখনো ভারত বিরোধী ছিল না। গত ৫ জানুয়ারি একতরফা নির্বাচনে ভারতের কংগ্রেস আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল। তাই আমরা কংগ্রেসের বিরোধিতা করেছি, ভারতের জনগণের নয়।’

তিনি আরো বলেন, ‘আমরা আশা করি, নরেন্দ্র মোদি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ নেবেন। কিন্তু তিনি যদি এ পদক্ষেপ না নেন তাহলের বাংলাদেশের জনগণ মোদির বিপক্ষে অবস্থান নেবে, ভারতের জনগণের বিপক্ষে নয়।’

বাংলাদেশ-ভারতের ২২টি চুক্তির প্রসঙ্গ তিনি বলেন, ‘চুক্তিগুলোর বিষয়বস্তু কী সে বিষয়ে আমরা এখন অবগত হতে পারিনি। তাই সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে সংবিধান চুক্তিগুলো সংসদে পেশ করুন। এবং এ বিষয়ে আলোচনা করে জনগণকে অবহিত করুন।’

তিনি বলেন, ‘মংলা ও চট্টগ্রাম বন্দরসহ সবকিছুই আমরা ভারতকে দিয়ে দিয়েছি। আর বিনিময়ে আমরা শুধু পেয়েছি ছিটমহল। তাই ভারত সরকারের কাছে আমাদের আশা, তারা তিস্তা চুক্তি সম্পন্ন করে ব্ন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করবে।’

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমতউল্লাহের সভাপতিত্বে আরো, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি সফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) সৈয়দ মো. ইব্রাহীম বীরপ্রতিক, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান হীরা, বিএনপির সহতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।



মন্তব্য চালু নেই