২০ দলের পরিধি বাড়ানোর ইঙ্গিত ফখরুলের

গণতান্ত্রিক আন্দোলন এগিয়ে নিতে জাতীয় ঐক্যের প্রয়োজনে ২০ দলীয় জোটের পরিধি আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে জাতীয় ঐক্য সৃষ্টির উদ্দেশ্যে ২০ দলীয় জোট গঠন করা হয়েছিল। গণতান্ত্রিক রাষ্ট্র বির্নিমাণে ঐক্য আরো জোরদার করতে প্রয়োজনে এই জোটের দলের সংখ্যা আরো বাড়ানো হবে।’

তিনি বলেন, ‘জোট আরো প্রসারিত করতে চাই। সব রাজনৈতিক ব্যক্তি, দল ও গোষ্ঠী নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে এক প্লাটফর্মে দাঁড়ানো অপরিহার্য হয়ে পড়েছে।’

২৩ মার্চ ‘পতাকা দিবস’ উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় গণতান্ত্রিক দল-জাগপার যুব সংগঠন যুব জাগপা।



মন্তব্য চালু নেই