২১ আগস্টের হামলায় খালেদা-তারেক জড়িত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান জড়িত রয়েছে। এতে কোনো সন্দেহ নেই।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার ১১ বছর উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা মামলার সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন। এটা কর্নেল ফারুক বিবিসির সাক্ষাৎকারে বলেছেন। তিনি স্বীকার করেছেন, বঙ্গবন্ধু হত্যার বিষয়ে জিয়াউর রহমানের কাছে গিয়েছিলেন। জিয়াউর রহমান বলেছিলেন, তোমরা যদি সফল হও তাহলে আমি তোমাদের সঙ্গে আছি। এই ঘটনার মতোই ২১ আগস্টের গ্রেনেড হামলার সঙ্গেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমান জড়িত রয়েছে। এতে কোনো সন্দেহ সংশয় নেই।’



মন্তব্য চালু নেই