২১ বলে সেঞ্চুরি, এও কি সম্ভব!

অসম্ভব বলে কিছু নেই। ২০ ওভারের ধামাকা ক্রিকেট চালু হওয়ার পর ক্রিকেটে ইদানীং অনেক কিছুই ঘটছে। ২০১৩ সালে পুনের বিপক্ষে ৩০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন রয়েল চ্যালেঞঞ্জার্স বেঙ্গালুরুর ক্যারিবিয়ান ব্যাটিং ঝড় ক্রিস গেইল।

৬ বছর পর সেই রেকর্ড ভেঙ্গে খানখান করে দিলেন আরেক ক্যারিবিয়ান।তিনি সেঞ্চুরি করলেন মাত্র ২১ বলে। ২১ বলে শতরান পূরণ করতে হলে প্রতিটা বলে চার মারলেও চলবে না।বেশিরভাগ বলে নিতে হবে ৬।টোবাগোর ২৩ বছর বয়সী ব্যাটসম্যান ইরাক থমাস করলেন সেটাই।সেঞ্চুরি করার পথে ১৫ বলে হাঁকালেন ছক্কা। চার ৫টি।

মাত্র ২১ বলে সেঞ্চুরি করার পর থমাস বলেন, ‘আমি ভাবতেই পারিনি এত দ্রুত রান করতে পারবো। আমি বুঝতে পারছি যে,বিশেষ কিছু করতে পেরেছি।’ টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ব্রেন্ডন ম্যাককালামের দখলে। ৫৪ বলে সেঞ্চুরি হাঁকান তিনি। আর ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি এবিডি ভিলিয়ার্সের। ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।



মন্তব্য চালু নেই