২১ মার্চ আসছে ৪ ইঞ্চির আইফোন

অবশেষে ২১ মার্চ বাজারে আসছে চার ইঞ্চির আইফোন। এই ফোনটির মডেল আইফোন এসই। এদিন নতুন আইপ্যাড প্রো বাজারে আসার কথা রয়েছে।

ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো যখন বড় ডিসপ্লেতে নিজেদের পণ্য বানাচ্ছে, অ্যাপেল ৪ ইঞ্চি ডিসপ্লের ফোন নিয়ে আসার ঘোষণা দিল। বিভিন্ন সূত্র মতে মার্চের ২১ তারিখ ফোন এবং প্যাডটির উদ্বোধন হতে পারে।

২০১৩ সালে আইফোন ৫সি বের হওয়ার পর ছোট ডিসপ্লেতে আরো একটি মোবাইল ফোন আনছে অ্যাপেল। নতুন ফোনটির রঙ হবে হট পিঙ্ক। ডিসপ্লেটি বাঁকানো হবে। মোবাইলটিতে এ৯ প্রসেসর এবং এম৯ মোশন প্রসেসর থাকবে।
নিরাপত্তার জন্য টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট এবং অ্যাপেল পে অপশন যুক্ত করা হবে।

আইফোন এসই তে থাকবে ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। তবে ফ্রন্ট ক্যামেরা কত হবে এ সম্পর্কে কোন সুনিশ্চিত তথ্য দেয়া হয়নি। তবে নতুন মডেলের আইফোনে থাকছে না থ্রিডি টাচ।

৯.৭ ইঞ্চি ডিসপ্লের আইপ্যাড প্রোতে থাকছে ৪টি স্টেরিও স্পিকার। এতে থাকবে স্মার্ট কানেক্টর যার সাহায্যে স্মার্ট কি-বোর্ড এবং অ্যাপেল পেন্সিল ব্যবহার করা যাবে।

কোরিয়ান ওয়েবসাইট আন্ডারকেজি এবং প্রযুক্তি তথ্যের অন্য আরেকটি ওয়েবসাইট বাজফিডসের প্রতিবেদন অনুসারে অ্যাপেল আইফোন এসই এবং আইপ্যাড প্রো প্রযুক্তি বাজারে উম্মুক্ত করার জন্য শিগগিরই সংবাদ সম্মেলনের আয়োজন করবে।



মন্তব্য চালু নেই