২২ বছর পর চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার!

১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী ডেরিক গুসেনের একটি প্রাইভেটকার চুরি হয়েছিল। খোয়া যাওয়া সেই ধূসর রংয়ের ১৯৮৮ টয়োটা করোলা গাড়িটি ২২ বছর পর ফিরে পেয়েছেন তিনি!

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে পুলিশ কর্মকর্তা কোয়াকা এনতোকোলার ফোন পান গুসেন। অপর প্রান্ত থেকে পুরনো গাড়ির কথা শুনেই চমকে উঠেন তিনি। পরবর্তী সময়ে আরও চমকে যান নিজের সেই গাড়িটি দেখে। কারণ গাড়িটি এখনও সচল রয়েছে!

প্রিটোরিয়ার এই ব্যবসায়ী দেশটির আফ্রিকানস পত্রিকাকে বলেন, ‘আমি এটা (গাড়ি) পরিষ্কার করে চালাব। গাড়িটির সবকিছুই সচল রয়েছে। এটা আমার বিশ্বাসই হচ্ছে না!’

গাড়িটি উদ্ধারের পেছনে অবশ্য পুলিশ কর্মকর্তা এনতোকোলার ভূমিকা অনেক। গত বছর লিম্পোদো প্রদেশে গাড়িটি আটক করে পুলিশ। এরপর এর ইঞ্জিন নাম্বার নিয়ে পুরনো নথিপত্র ঘেঁটে আসল মালিককে আবিষ্কার করেন এনতোকোলা। এরপর ফিরিয়ে দেন তার কাছে।

পুলিশ কর্নেল রোনেল ওত্তো তাই এনতোকোলাকে ‘সত্যিকার পুলিশ সদস্য’ হিসেবে উল্লেখ করেছেন।



মন্তব্য চালু নেই