২৩৮ রানে গুটিয়ে গেছে ঢাকা মেট্রো

বগুড়ায় ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে রংপুর বিভাগের বিপক্ষে ২৩৮ রানে প্রথম ইনিংস গুটিয়ে গেছে ঢাকা মেট্রোর।

দলের পক্ষে মার্শাল আইয়ুব ৬৫, শামসুর রহমান ৫৪ এবং ইলিয়াস সানী অপরাতি ৫২ রান করেন। রংপুরের স্পিনার মাহমুদুল হাসান একাই নিয়েছেন ৫ উইকেট। প্রথম দিন শেষে প্রথম ইনিংসে রংপুরের সংগ্রহ বিনা উইকেটে ১২ রান। তানভীর হায়দার ৫ এবং সায়মন ১ রানে অপরাজিত আছেন।

শুক্রবার সকালে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা মেট্রো। রংপুর বিভাগের দুই উদ্বোধনী বোলার ৬০ রানের মধ্যে ৩ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরালে চাপে পড়ে ঢাকা মেট্রো।

এরপর মার্শাল আইয়ুব ও শামসুর রহমান ৬৮ রানের জুটি গড়ে দলের প্রাথমিক বিপর্যয় সামাল দেন। শামসুর রহমান ব্যক্তিগত ৫৪ রানে আউট হলেও মার্শাল আইয়ুব দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন। শেষ দিকে ইলিয়াস সানীর অপরাজিত ৫২ রানের ওপর ভর করে ঢাকা মেট্রোর প্রথম ইনিংস শেষ হয় ২৩৮ রানে।

রংপুর বিভাগীয় দলের পক্ষে মাহমুদুল হাসান ৪৪ রানের বিনিময়ে ৫ উইকেট নেন। এ ছাড়া সাজেদুল ও সাদ্দাম ২টি করে এবং তানভীর হায়দার একটি উইকেট লাভ করেন।



মন্তব্য চালু নেই